রাত আটটার পর দোকান খোলা রাখার দায়ে ধামরাইয়ে ৫টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড

0
274

রনজিত কুমার পাল বাবু,ঢাকা জেলা প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখার দায়ে ধামরাই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৪ জুলাই -২০২২) রাত ৮ টার পর ধামরাই বাজার সহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে যারা দোকান খোলা রেখেছিল তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানের মালিককে ৫ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অন্যান্য দোকান মালিককে রাত ৮ টার পর দোকান না খোলার জন্য সতর্ক করে দেন।

এর পূর্বে সরকারি নির্দেশনা আসার পরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো ধামরাইয়ে রাত ৮ টার পর থেকেই দোকানপাট না খোলার জন্য মাইকিং করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এই অভিযান পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত চলবে।