ফুলবাড়ীতে অধিকার ও সহাবস্থান ইস্যু ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত

0
466

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ীতে সিভিল সোসাইটি, গণমাধ্যম এবং অন্যান্য জনগণের সাথে অধিকার ও সহাবস্থান ইস্যু ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত।

রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা সুজাপুরস্থ এনডিএফএর সভাকক্ষে অধিকার ও সহাবস্থান ইস্যু ভিত্তিক সেমিনারে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কলম্বাস মার্ডী। এতে প্রধান অতিথি হিসেবে ও প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বক্তব্য রাখেন নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন- এনডিএফ এর দিনাজপুরের মোঃ মেজবাউল সরকার।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান এ দেশের আদিবাসী জনগোষ্ঠীর আজ নানা সমস্যায় জরজরিত তার মধ্যে বড় সমস্যা ভূমি সমস্যা। তাদের ভূমি আজ বে-দখল করা হয়েছে এবং হচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক দিক সহ অন্যান্য দিকেও তারা অন্যায্যতার শিকার হচ্ছে। অথচ আদিবাসীদের কাছে ভূমি জীবন, ভূমি অস্তিত তাই আদিবাসীদের ন্যায দাবি আদায় হচ্ছে না। তারা সমাজে কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। এতে বক্তব্য রাখছেন ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপজেলা ম্যানেজার নিকানুর বাস্কে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোম কিস্কু, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন। সেমিনারে পৌরসভা ও কাজিহাল ইউনিয়ন পরিষদ বাদে ৬টি ইউনিয়নের এনডিএফ এর সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন। স ালনায় ছিলেন ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপজেলা ম্যানেজার নিকানুর বাস্কে। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।