জাল-নৌকা প্রস্তুত, মধ্যরাতেই নামছেন ইলিশ শিকাররে জেলেরা

0
364

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি: দেশের মৎস্যসম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাত থেকে। আজ রাত ১২টার পর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ১২ হাজারের বেশি জেলে সাগরে ইলিশ ধরা শুরু করবেন।

জেলে পাড়াগুলো ঘুরে দেখা গেছে, প্রায় এক সপ্তাহ আগেই উপকূলের জেলেরা জাল-নৌকা ঠিকঠাক করে প্রস্তুতি নিতে শুরু করেছেন। এ সময়ে জেলেরা কিনারে বসে জাল, নৌকা মেরামত করেছেন। আবার কেউ মেরামত করা জাল ট্রলারে তুলে যাত্রার প্রস্তুতি সেরে রেখেছে। সেই সঙ্গে ট্রলারের খন্দলে বরফ আর প্রয়োজনীয় বাজার-সদাইও করে রেখেছেন জেলেরা।
স্থানীয় জেলেরা জানান, এমনিতেই করোনায় তাদের রোজগারে টান পড়েছে। তার ওপর বাজারের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় চাপ তো রয়েছেই। এমন পরিস্থিতিতে মাছ ধরায় ধাপে ধাপে নিষেধাজ্ঞা থাকায় পরিবার-পরিজন নিয়ে সীমাহীন দুর্দশায় দিন কাটিয়েছেন তারা। ইতিমধ্যে ধারদেনা ও ঋণে জর্জরিত হয়েছেন অনেকেই। নিষেধাজ্ঞা চলাকালে খাদ্যসহায়তার চালও ছিল অপ্রতুল।
মৎস্য বিভাগের তথ্যমতে, রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১২ হাজার ৮২০ জন। এদের সকলেই সমুদ্রগামী জেলে।

উল্লেখ্য, দেশের মৎস্যসম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে গত ২০ মে থেকে টানা ৬৫ দিনের এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার।