কালিহাতীতে নামাজের সময় মোটরসাইকেল চুরি

0
1958

জাহাঙ্গীর আলম, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে নামাজ পড়ার সময় মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ জুলাই) জুমার নামাজ পড়ার সময় নারান্দিয়া বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ী গ্রামের নজরুল দেওয়ানের ছেলে পলাশ দেওয়ান সুজুকি জিক্সার মোটরসাইকেলযোগে প্রতি শুক্রবারের ন্যায় জুমার নামাজ আদায় করতে নারান্দিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আসে। মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে নামাজ আদায় করতে গেলে নামাজের সময়ই মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।

এলেঙ্গা শামছুল হক কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদ ভূইয়া জানান, নামাজরত অবস্থা একটি মোটরসাইকেলের আওয়াজ শুরতে পেরেছি। তিনবার সেলফ করে মোটরসাইকেলটি স্টাট করা হয়েছে।

মোটরসাইকেলের মালিক পলাশ দেওয়ান জানান, আমি ২০২১সালে সুজুকি জিক্সার ব্লু কালার মোটরসাইকেলটি ১ লক্ষ ৭২ হাজার নয়শত টাকায় ক্রয় করি, নারান্দিয়া বাজার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের সময় মোটরসাইকেলটি চুরি হয়েছে। যার নাম্বার টাঙ্গাইল ল- ১৩-২২৩৬।

নারান্দিয়া বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, আমার জানামতে বাজার মসজিদ থেকে কখনো মোটরসাইকেল চুরি হয় নাই। এই প্রথম এমন ঘটনা ঘটলো।

নারান্দিয়া বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ওসমানী গনি জানান, আমি এই মসজিদে ৩০ বছর যাবত আছি। কখনো মোটরসাইকেল চুরির কোনো ঘটনা ঘটেনি।