ভোলার লালমোহনে মন্দিরের খুঁটির সাথে বেঁধে প্রতিবন্ধীকে নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার

0
248

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলা জেলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের শুন্যচর গ্রামের রাধাগোবিন্দ মন্দিরের খুঁটির সাথে বেঁধে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্য মারধরের ভিডিও ভাইরাল হলে পুলিশ গতরাতে অভিযুক্ত তাপস কে গ্রেফতার করেন।

নির্যাতনের শিকার জয়চন্দ্র মিস্ত্রি ওই এলাকার শ্যামল চন্দ্র মিস্ত্রির ছেলে।

পুলিশ জানায় গ্রেফতারকৃত তাপসের শ্যালক অপুর্বকে প্রতিবন্ধী জয় চন্দ্র মিস্ত্রী বিনা কারণে ২১ই জুলাই সকালে থাপ্পর মারে। পরবর্তীতে একই দিনের ১১ টায় আসামী তাপসসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে প্রতিবন্ধী জয় চন্দ্র মিস্ত্রীকে লালমোহন থানাধীন ০৮নং রমাগঞ্জ ইউনিয়নের শুন্যেরচর গ্রামে রাধাঁ গবিন্দ মন্দিরের খুটির সাথে বেঁধে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। মারধরের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ওই বিষয়টি ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, এর নজরে আসলে লালমোহন থানার অফিসার ইনচার্জকে দ্রুত আসামী গ্রেফতারের নির্দেশ দেওয়া হলে থানার এস আই আরিফের নেতৃত্বে আটক করা হয়।

এই ঘটনায় লালমোহন থানায় একটি মামলা হয়েছে যার নং-১২ এবং আসামী তাপস কে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।