বাগেরহাটে ভূমিহীন ও গৃহহীনরা পেল প্রধানমন্ত্রীর উপহার ঘর

0
245

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ মুজিব শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের মাঝে জমিসহ বিনামূল্যে বসতঘর প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে দেশের বিভিন্ন জেলায় এসব বসতঘর হস্তান্তর করেন।

সারাদেশের ন্যায় এদিন বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ টি পরিবারকে বাড়ি হস্তান্তর করেন ৷

সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বণ পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।

এসময় আরো উপস্থিত ছিলেন, খুলনা বিভাভীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, ডিআইজি খুলনা ডঃ খঃ মহিদ উদ্দিন বি.পি এম বার, র‍্যাব-৬ খুলনা সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান,পুলিশ সুপার আরিফুল হক,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, এসিল্যান্ড সালাউদ্দিন দিপু,সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।