রাবির ভর্তি পরীক্ষা : সিল্কসিটির সাপ্তাহিক ছুটি বাতিল

0
153

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুলাই শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত চলবে। এ পরীক্ষার শিক্ষার্থীদের চাপ মোকাবিলায় রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

আগামী রোববার (২৪ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা থেকে যাত্রীদের নিয়ে সরাসরি রাজশাহী যাবে ট্রেনটি। এ ছাড়া চাপ সামলাতে রাজশাহীগামী অন্য ট্রেনেও বাড়তি কোচ যুক্তের প্রক্রিয়াও চলছে। বুধবার (২০ জুলাই) টিকিট না পেয়ে শিক্ষার্থীরা ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে বিক্ষোভ করলে তিন ঘণ্টা বন্ধ থাকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। এরপরই রেলওয়ে দ্রুত এ পদক্ষেপ নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের তথ্যমতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ থেকে ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিদিন চার শিফটে ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবেন। এ বছর চার হাজার ২০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়ে ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি। সারাদেশের শিক্ষার্থীরাই আসবেন পরীক্ষা দিতে। ভর্তি পরীক্ষার জন্য রাজশাহী আসা এবং রাজশাহী থেকে ফেরার টিকিট নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে হইচই। শিক্ষার্থীরা ঢাকায় রেলপথে বসে বিক্ষোভও করেন। এ অবস্থায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ আগামী রোববার (২৪ জুলাই) সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করে দিয়েছে। এ ছাড়া প্রতিটি ট্রেনে বাড়তি কোচ লাগানোর প্রক্রিয়া চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রোববার (২৪ জুলাই) সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন। কিন্তু ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিষয়ে আমরা বিশেষ দৃষ্টি রাখছি। ফলে সিল্কসিটির সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওইদিন ট্রেনটি কেবল ঢাকা থেকে যাত্রী নিয়ে বিরতিহীনভাবে সরাসরি রাজশাহী চলে আসবে। এ ছাড়া পরীক্ষার সময়টায় প্রতিটি ট্রেনেই আমরা ২/১টি করে অতিরিক্ত কোচ যুক্ত করার জন্য পরিকল্পনা করেছি।

শিক্ষার্থীদের সুবিধার্থে সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব করতে চান বলেও জানান রেলওয়ের এই কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার শিফটে এই ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এবং সবশেষ বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা নেওয়া হবে।

দ্বিতীয় দিন ২৬ জুলাই ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষাও চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেষ দিন ২৭ জুলাই ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অনুষদের পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। যেখানে শুধু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন। সর্বশেষ তৃতীয় শিফটে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।