বিরামপুরে গাজার গাছ সহ চাষী গ্রেফতার

0
265

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- ১৬ই জুলাই শনিবার রাত্রি ৯টা ১৫ মিনিটে দিনাজপুর জেলার বিরামপুর থানার বিশেষ অভিযানে এসআই হরিদাস বর্মন এর নেতৃত্ দিনাজপুর সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা কালে বিরামপুর থানাধীন ০২নং কাটলা ইউপিস্থ উত্তর দাউদপুর ব্যাপারীপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী ১। মোঃ রকিব উদ্দীন (৬০), পিতা-মোঃ মনিতুল্যাহ কবিরাজ, মাতা-মৃত গফিরন বিবি, সাং-উত্তর দাউদপুর ব্যাপারীপাড়া (২নং কাটলা ইউপি), থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরকে তার তত্ত্বাবধানে থাকা ০২ (দুই)টি গাঁজার গাছ, যাহার ০১টি উচ্চতা ৮.৫ ফিট, অপরটির উচ্চতা ৩.৫ ফিট, উক্ত গাঁজার গাছ ০২ (দুই)টির ওজন কাঁচা অবস্থায় ০২(দুই) কেজি, প্রতি কেজির মূল্য ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা করে সর্বমোট মূল্য-(২x৫,০০০)=১০,০০০/-(দশ হাজার) টাকা সহ তার বসতবাড়ীতে তারিখ-১৬/০৭/২০২২ খ্রিঃ সময় ২১.১০ ঘটিকায় আলামত জব্দ পূর্বক গ্রেফতার করেন।

এসআই(নিঃ)/হরিদাস বর্মন, বিরামপুর থানা, দিনাজপুর থানায় হাজির হইয়া ধৃত আসামী মোঃ রকিব উদ্দীন এর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ, বিরামপুর মহোদয় বিরামপুর থানার মামলা নং-১২, জিআর নং-১৩৯, তারিখ-১৬/০৭/২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের টেবিলের ১৮(ক) রুজু করতঃ তদন্তভার এসআই(নিঃ)/মোঃ হানিফ এর উপর অর্পণ করে। ধৃত আসামিকে বিধি মত আদালতে প্রেরণ করেন ৷