মাগুরায় পৃথক ঘটনায় যুবক ও শিশুর মৃত্যু

0
347

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা: মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের চরপাড়ায় বল্লার কামড়ে ইয়াদ আলী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ওয়াজেদ মোল্যার পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াদ আলী শনিবার (১৬ জুলাই) সকালে মাছিডাঙ্গার মাঠে পাট কাটতে গেলে পাট কাটার সময়ে জমিতে থাকা বল্লা পোকার মাছি তাকে হুল ফোঁটায়। এসময় সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা শেষে বাড়ীতে আসলে বেশি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্য দিকে মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে খেলতে যেয়ে পাটের আশ গলায় প্যাচ লেগে মারিয়া (১০) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মারিয়া ঐ গ্রামের মোদারছের মোল্যার নাতনি।

জানা গেছে, শিশুটির বাবা ও মা ঢাকায় বসবাস করে। ছোটবেলা থেকেই নানা বাড়ি থেকে বেড়ে ওঠে এবং সেখানেই পড়াশোনা করতো সে।

প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, মারিয়া শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে পাট শুকানো বাঁশের সাথে থাকা পাটের আঁশ গলায় পেঁচিয়ে খেলা করতে করতে এক পর্যায়ে তা গলায় সাথে আটকে যেয়ে শ্বাস রোধ হলে সে মারা যায়।

শিশুটির মৃত্যুর বিষয়ে স্থানীয় নহাটা পুলিশ তদন্ত ক্যাম্পের ইনচার্জ মোঃ হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।