ঈদুল আযহার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

0
342

হিলি প্রতিনিধিঃ মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেই সাথে বন্দরে শুরু হয়েছে পণ্য লোড-আনলোড কার্যক্রম।

আজ শনিবার সকাল ১০টা ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এবং দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী ট্রাক বন্দর এলাকায় আসতে শুরু করে।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েসনের সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক গেলো ৮ই জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। ছুটি শেষে এই বন্দর দিয়ে আজ সকাল থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।