পর্যটকে মুখরিত বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্র

0
330

রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি : ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্র। ভ্রমণ পিপাসুরা ছুটে এসেছে বান্দরবানে ।

পরিবার-পরিজন নিয়ে যান্ত্রিকতা ও কর্মব্যস্ততা ভুলে প্রকৃতির স্পর্শে অবকাশযাপন করতে ভিড় জমাচ্ছে প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুরা।

শহরের হোটেল,মোটেল, রিসোর্ট, গেস্ট হাউজগুলোতে প্রায় বুকিং হয়েছে। ঈদের কয়েকদিন পর্যটকের সংখ্যা কম
থাকলেও ঈদের চতুর্থ দিন থেকে পর্যটকের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মত।

বান্দরবানের মেঘলা,নীলাচল,চিম্বুক,নীলগিরি,শৈলপ্রপাত, দেবতাকুম সহ সব পযর্টন কেন্দ্রগুলোতে এখন পর্যটকের ভিড়।
অপরুপ সৌন্দর্যের কারনে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে বান্দরবানে।

সাতকানিয়া থেকে আগত এক পর্যটক জানান, মেঘলা স্পট খুবই সুন্দর। ঝুলন্ত ব্রীজতা খুব ভালো লেগেছে। পরিবেশ অনেক ভালো।

ঢাকা থেকে আগত এক পর্যটক জানান,এখানে এসে ভালো লাগল। এখানে দেখার মত অনেক জায়গা আছে। যা দেখলে মন জুড়িয়ে যায়।