বিদেশি জাহাজে ডাকাতির চেষ্টা : কোস্টগার্ডের হাতে ৭ দস্যু আটক 

0
311
সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতির সময়  ৭ দস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ৷ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা এম মামুনুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। কোষ্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, একটি বিদেশী বানিজ্যিক জাহাজ এমভি ব্লু মার্লিন মোংলা সমূদ্রবন্দরে নোঙ্গর করে ছিল ৷ এসময় একটি দস্যুদল সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৷ এটি বুঝতে পেরে জাহাজের কর্মকর্তারা বিষয়টি পোর্ট অথরিটিকে জানায় ৷ পরে পোর্টের পক্ষ থেকে খবর দেয়া হয় বাংলাদেশ কোস্টগার্ডে ৷
এরপর কোস্টগার্ড সদস্যরা  দুস্কৃতিকারী নৌকাটিকে সনাক্ত করে পিছু ধাওয়া করে। পরে সিসিটিভি ফুটেজ দেখে ও গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোর ০৪: ৪৫ মিঃ সাব লেফটেন্যান্ট এস এম সাজিদ মোস্তফা তনু এর নেতৃত্বে অপারেশন দলটি দুই সিলিন্ডার বিশিষ্ট কাঠের নৌকাসহ ০৭ জনের দুর্বৃত্ব দলকে আটক করতে সক্ষম হয়।  আটক দস্যু বাহিনীর সদস্যরা হলো মোঃ মুন্না তালুকদার (২২), মোবারেক খাঁ (৩০), শামসু ব্যাপারী (৩০), আনসার খাঁ (৪০), হারুন (৪৫), ইমামুল ব্যাপারী (২৩), শাওন(১২)। তাদের বাড়ি মোংলার জয়মনি এলাকায় ৷ এসময় দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।