বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন 

0
254
 বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় এক মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের  ঘোরাবান্দ গ্রামের মৃত আলহাজ্ব শরিফুল্লাহ শাহ্ এর ছেলে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক (৯৫) সোমবার (১১ জুলাই- ২০২২) বেলা ১১টায় অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর  মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। সোমবার বিকেল সাড়ে ৫টায় পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামে বীরগঞ্জ থানা ওসি সুব্রত কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল তার মরদেহে জাতীয় পতাকা রেখে সশস্ত্র সালাম প্রদর্শন করে।
 রাষ্ট্রের পক্ষে  বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এ সময় উপস্থিত ছিলেন। সশস্ত্র সালাম প্রদর্শন এবং গার্ড অব ওনার প্রধানে সাবেক উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, বীর মুক্তিযোদ্ধা মশির উদ্দিন আহমেদ সরকার,বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল খালেক, ৪নং ইউনিয়নের চেয়ারম্যান মো.তহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর  জেলা  বিএনপির সাধারণ সম্পাদক মো.বখিতয়ার আহমেদ (কচি),বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম,উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ এরশাদুল হক,বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম মাজু,বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস. জুলিয়াস জুয়েল,বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।  সশস্ত্র সালাম প্রদর্শন শেষে জানাযায় নামাজের শেষে  ঘোড়াবান্দ পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মৃত্যুকালে তার স্ত্রী, ১ ছেলে,২ মেয়ে এবং নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।