বিরামপুরে ১৬ গ্রামের মানুষের আগাম ঈদ উদযাপন

0
330

 

হিলি প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুইটি ইউনিয়নের প্রায় ১৬টি গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। এই জামাতে পুরুষের পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেন। আয়ড়া মাদ্রাসা মাঠের জামাতের ইমামতি করেন আবু হোরায়রা। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের মসজিদে এবং একই সময় আয়ড়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত দুটি অনুষ্ঠিত হয়। দুই জামাতে ১৬ গ্রামের প্রায় ২শ মুসল্লি নামাজ আদায় করেন।

সকালে উপজেলার আয়ড়া মাদ্রাসা মাঠে ঈদের নামাজ পরার জন্য দূর-দূরান্তের গ্রামগুলো থেকে কেউ ভ্যানে আবার কেউ সাইকেল বা মোটরসাইকেলে নামাজের জন্য আসছে। বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয় নিরাপত্তার ব্যবস্থা। নির্ধারিত সময় সকাল সাড়ে সাত টার ওই এলাকার মাদ্রসা মাঠে আবু হোরায়রা ইমামতিতে নামাজ শুরু হয়। বিরামপুর থানার এস আই বাবুল ইসলাম বলেন, বিরামপুর উপজেলায় আয়ড়া মাদরাসা মাঠের সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।