জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে রবিবা উপাচার্য ড. মোঃ শাহ্ আজম

0
135

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

শোক বার্তায় মাননীয় উপাচার্য বলেন, বাংলাদেশ হারালো তাঁর অনন্য এক বন্ধুকে। স্বাধীনতার পর বাংলাদেশ-জাপানের সম্পর্ক যে ব্যক্তির ছোঁয়ায় বন্ধুত্বের প্রগাঢ়তা লাভ করেছে, নিঃসন্দেহে তিনি হলেন শিনজো আবে। তিনি শুধু জাপানিদের কাছেই জনপ্রিয় ব্যক্তিত্ব নন, বাংলাদেশীদের কাছেও তিনি অসামান্য জনপ্রিয়। যা তিনি গড়েছেন নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। বাংলাদেশ সফরে এসে তিনি বড় বড় প্রকল্পে অনেকটা নিঃসংকোচে বরাদ্দ দিয়ে গিয়েছেন। হোলি আর্টিজানের ঘটনার পর কিছু দেশ বাংলাদেশের কাছ থেকে সরে যেতে চাইলেও, শিনজো আবে বাংলাদেশের প্রতি আস্থার সম্পর্ক অটুট রাখার ঘোষণা দেন। তাঁর এই ঘোষণা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অনন্য নিদর্শন।

মাননীয় উপাচার্য তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-বিহ্বল জাপানিদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।