বিরামপুরে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

0
283

এস এ মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে (শনিবার ৯ জুলাই) সকাল ৭.৩০ ঘটিকা হতে ৮.১o ঘটিকা পর্যন্ত সৌদি আরব এর সাথে মিল রেখে বিরামপুর থানা এলাকায় ০২টি ঈদ-উল আযহার নামাজের জামাত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিরামপুর থানাধীন ৫নং বিনাইল ইউনিয়নস্থ আয়ড়া বাজার সংলগ্ন আয়ড়া নুরুল হুদা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সকাল ০৭,৩০ ঘটিকা হতে সকাল ০৮,১০ ঘটিকা পর্যন্ত ইমাম মোঃ আবু হুরায়রা (১৮), (01774-192932), পিতা-মোঃ মোশাররফ হোসেন, সাং-আয়ড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর এর ইমামতিতে ৬০জন পুরুষ, ২৫ জন মহিলা সহ মোট ৮৫ জন মুসল্লির উপস্থিততে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

অপর দিকে এবং ৬নং জোতবানী ইউপিস্থ খয়েরবাড়ী মির্জাপুর গ্রামে (পশ্চিম পাড়া) ২নং জামে মসজিদে সকাল ০৭,৩০ ঘটিকা হতে ০৮,১৩ পর্যন্ত ইমাম মোঃ দেলোয়ার হোসেন (মোবাইল নং-01743-922156), এর ইমামতিতে ৩৯জন পুরুষ, ১৫ জন মহিলাসহ মোট ৫৪জন মুসল্লিগণর উপস্থিততে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

উল্লেখ যে উভয় ঈদ-উল আযহা ঈদের নামাজের জামাতের মোট পুরুষ = ৯৯জন এবং মহিলা=৪০জন সহ সর্ব মোট ১৩৯জন মুসল্লিগণ উপস্থিত ছিলেন।