ঠাকুরগাঁওয়ে বাহাদুর বিক্রি করতে ইচ্ছুক লুৎফর, দাম হাঁকা হচ্ছে বিশ লাখ

0
279

জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌর শহরের সরকার পাড়া মহল্লায় সাড়ে ৩ বছরে ৩০ মণ ওজনের গরুটি শখের বসে লালন-পালন করেছেন লুৎফর রহমান।

এবারের কোরবানির ঈদে বাহাদুরকে বিক্রি করতে ইচ্ছুক গরুর মালিক লুৎফর। বাহাদুরের দাম হাঁকা হচ্ছে বিশ লাখ। ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টিকে নিয়মিত পরিচর্যা করে গড়ে তুলেছেন, যার ওজন বর্তমানে প্রায় ৩০ মণ।

এই ষাঁড়টি বিশাল হওয়াতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন দেখার জন্য ভিড় জমাচ্ছেন। গরুর মালিক লুৎফর রহমান পীরগঞ্জ উপজেলার ঈদগাহ মাঠ সরকার পাড়ার সোলেমান আলী মন্টুর বড় ছেলে।

এ ব্যাপারে লুৎফর রহমান বলেন, পরম মমতায় সাড়ে ৩ বছর ধরে ষাঁড়টি যত্ন সহকারে লালন-পালন করে আসছি। আমি ষাঁড়টিকে পীরগঞ্জের বাহাদুর বলে যা ইঙ্গিত করি তাতে সাড়া দেয়। গরুটি ভালো দাম পেলে ছেড়ে দিব।

প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ কেজি কাঁচা ঘাস, ছোলা ভুট্টা,ডাবরি, সুজি, ভুষি, খড় ও সবরি কলার খেতে দেয়া হয়। দিনে ২হতে ৩ বার গোসল করানো হয়। নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শেই চলে বাহাদুরের দেখাশোনা। আশানুরূপ ষাঁড়টির মূল্য পেলে আমার পরিশ্রম স্বার্থক হবে।