বরিশালের হিজলায় কুরবানীর গরুর হাটে ক্রেতা সংকট, বিপাকে খামারিরা

0
246

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসকের কার্যালয় হতে অস্থায়ী ভাবে ৮ টি গরুর বাজার অনুমোদন দেওয়া হয়েছে। বাজার গুলোর মধ্যে সবচেয়ে বড় গরুর হাট কাউরিয়া বাজার। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় স্থানীয় ও খামারীদের পর্যাপ্ত গরু বাজারে থাকলেও সেই তুলনায় ক্রেতা না থাকায় হতাশ গরুরর খামারী ও ব্যবসায়িরা।

স্থানীয় এক ক্রেতা ছত্তার হাওলাদার জানায় গত বছরের তুলনায় এবছর মনে করেছিলাম গরুর দাম একটু চড়া হয়ে, কিন্তু না এবছর তুলনামুলক দাম একটু কম তাই আমি ১ লক্ষ ৩৭ হাজার টাকায় একটি ষাড় গরু ক্রয় করেছি।

গরুর ব্যবসায়ী খোকন হাওলাদার জানায় বাজারের যে পরিমান গরু রয়েছে সেই তুলোনায় ক্রেতা কম।
ভান্ডারী ডেয়ারী ফার্ম এর মালিক মোকলেছুর রহমান (মনু) জানায় একটি গরু মোটা তাজা করতে যে পরিমান খরচ হয়ে সেই তুলনায় বাজার মূল্য কম থাকায় এক সময়ে গরুর খামারীরা নিঃশ্ব হয়ে যাবে।

গ্রামঅঞ্চলের প্রায় পরিবারই ২/১ টি করে গরু পালন করে কুরবানীর হাটে বিক্রী করে সংশার পরিজন নিয়ে একটু ভালো ভাবে বেঁচে থাকার আশায়। কিন্তু বাজারে যখন গরু উঠানো হয় তাতে আশানুরাপ মূল্য না পেয়ে ভেঙ্গে পড়ে ঐ সকল পরিবার।