শ্রীনগরে গরু বিক্রির অপেক্ষায় খামারীরা

0
138

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদ-উল আযহাকে সামনে রেখে গরু লালন পালনের শেষ মুহুর্তে বিক্রির অপেক্ষায় আছেন খামারীরা। আগ্রহ বাড়ছে। এ অ লের গ্রামের প্রায় বাড়িতেই অল্প পুঁজিতে মিনি খামার গড়ে তোলা হয়েছে। এসব খামারে দেশী বিদেশী জাতের বিভিন্ন সাইজের গরু মোটা তাজা করা হয়েছে। এলাকা ভিত্তিক খামারগুলোতে গরু কিনতে ক্রেতারা আসছেন। খামার থেকে গরু বিক্রির পাশাপাশি স্থানীয় হাটে গরু তোলার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে অস্থায়ী গরু-ছাগল বিক্রির হাটগুলো প্রস্তুত করা হয়েছে। গরু ও ছাগল নিয়ে বেপারীরা হাটে আসতে শুরু করছেন।

উপজেলায় ১টি নিয়মিত ও ৫টি অস্থায়ী পশুর হাট রয়েছে। ধারনা করা হচ্ছে চলতি হাটগুলোতে গরু-ছাগল কেনাবেচার ধুম পড়বে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে ঋৃনের মাধ্যমে সল্প আয়ের পরিবারগুলো গরু মোটাতাজা করনে মিনি খামার গড়ে তুলেছেন। এসব খামারে দেশী বিদেশী জাতের যাড়ের পাশাপাশি দুধের গাভীও লালন পালন করা হচ্ছে। খামারীরা বলেন, খোলা বাজারে গু-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু পালনে অধিক খরচ হয়েছে। এছাড়া অন্যান্য খরচতো আছেই। আসন্ন কুরবানীর ঈদে পশুর হাটে গরু বিক্রির অপেক্ষায় আছেন তারা। উপজেলা প্রাণীসম্প্রদ দপ্তর সূত্রে জানা যায়, তালিকা অনুযায়ী খামারিদের সংখ্যা প্রায় ৪ শতাধিক।

বীরতারা এলাকার আবুল হোসেন হাওলাদার বলেন, ব্যুরো বাংলাদেশ (এনজিও) থেকে ঋৃন নিয়ে ১৮টি গরু পালন করছেন তিনি। কুকুটিয়ার মোস্তফা মোল্লা জানান, এ বছর ২০টি ষাড় গরু প্রস্তুত করেছেন। এখন হাটে বিক্রির অপেক্ষায় আছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ভাগ্যকুল মান্দ্রা, কেদারপুর হাট, বাঘড়া বাজার সংলগ্ন পদ্মার পাড়ে , আটপাড়ার বেলতলী জিজে উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ ও বাড়ৈখালীর শিবরামপুর অস্থায়ী গরুর-ছাগলের হাট রয়েছে। এছাড়াও উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগ নিয়মিত হাটে গরু-ছাগল কেনাবেচা শুরু হয়েছে। হচ্ছে। হাটগুলোতে ঈদের দিন সকাল পর্যন্ত ক্রেতারা তাদের পছন্দের কুরবানীর গরু-ছাগল কিনবেন।