নাগরপুরে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

0
303

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে সাভার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলায় কর্মরত মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

রবিবার (০৩ জুলাই), সকালে নাগরপুর উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন, আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাই।

এ মানববন্ধনে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ,প্রধান শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত শনিবার (২৫ জুন) আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই এক ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।