শপথ নিচ্ছেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র

0
262

ফিলিপাইনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। বিদায়ী নেতা রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৩০ জুন) শপথ নিবেন মার্কোস।মার্কোস জুনিয়র ওরফে বং বং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লেনি রব্রেদোকে হারাতে ৬০ শতাংশ ভোট পেয়েছেন। তার এই জয়ের মাধ্যমে মার্কোস রাজনৈতিক পরিবারের চমকপ্রদ প্রত্যাবর্তন ঘটে, যা ১৯৮৬ সালে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়েছিল। বর্তমান প্রেসিডেন্টের মেয়ে সারা দুতের্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ম্যানিলার ন্যাশনাল মিউজিয়ামে শপথ নেবেন মার্কোস জুনিয়র। শতাধিক দেশি ও বিদেশি বিশিষ্ট ব্যক্তি এতে অংশ নেবেন এবং ফিলিপাইনের রাজধানীজুড়ে প্রায় ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। মার্কোস জুনিয়রের অভিষেকের মধ্য দিয়ে রাজনৈতিক গৌরব পুনরুদ্ধার করার জন্য মার্কোসেদের এক দশকের দীর্ঘ সংগ্রামের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
সূত্র: বিবিসি