নীলফামারীতে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

0
94

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জলঢাকা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দুইটি ফলজ গাছের চারা রোপন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মোহাম্মদ মাহফুজুল হক, জাতীয়পাটির কেন্দ্রীয় সদস্য ছাইদার রহমান বুলু, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না, আহসান হাবীব, উপজেলা জাতীয়পাটির যুগ্ম আহবায়ক তাহমিদুর রহমান মিলন ও উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ।

এসময় এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল(অব) প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সুস্থ জীবনযাপন ও কর্মপরিবেশ নিশ্চিত, জীবনযাত্রার মানোন্নয়ন এবং বায়ু ও অন্যান্য পরিবেশ দূষণ রোধ, জলবায়ুর বিরূপ প্রভাব জনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ জীববৈচিত্রের অস্তিত্ব রক্ষার স্বার্থে উপজেলাবাসীকে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করার আহবান জানান।

কৃষি অফিস সুত্রে জানা যায়, সারাদেশে একযোগে মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি উপজেলায় ১ শত টি গাছের চারা রোপন করা হচ্ছে।