জামালপুরে আরও ৮জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৬৪৯জন

0
131

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ৭ জুলাই ২০২০ জামালপুরে আরও ৮ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ৭ এবং সরিষাবাড়ী উপজেলায় ১জন। জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছে। এখন পর্যন্ত জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ৬৪৯ জন। এর মধ্যে জামালপুর সদর ২৫১জন, মেলান্দহ ৭৯, মাদারগঞ্জ ৪১, ইসলামপুর ১১৫, সরিষাবাড়ী ৬৮, দেওয়ানগঞ্জ ৩৬, বকশীগঞ্জ ৫৯জন।

সর্বমোট সুস্থ ৪৩২ জন (সদর ১৪৮, মেলান্দহ ৬৮, মাদারগঞ্জ ২৭, ইসলামপুর ৭৪, সরিষাবাড়ী ৩৯, দেওয়ানগঞ্জ ২৯, বকশীগঞ্জ ৪৭জন। সর্বমোট মৃত্যু ৯ জন (চিকিৎসাধীন ৫ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।

সর্বশেষ রেফার্ড ১ জন, মোট রেফার্ড ৮ জন (সুস্থ হয়েছে- ৬ জন)।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৯০ টি, মোট নমুনা সংগ্রহ ৭০৭৪টি
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯৪ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯৪ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ১৩ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৯০ জন।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৫৭৫ জন, বর্তমানে মোট অবস্থান ১৮১ জন।