রাজশাহী

পুঠিয়ায় কাভার ভ্যানের চাপায় ভ্যানচালক নিহত

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ার বেলপুকুর বিসমিল্লাহ ঢালানে কারভার ভ্যানের চাপায় সমশের আলী (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত ভ্যানচালক সমশের আলী রাজশাহীর পবা উপজেলার তরফ পারিলা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

শনিবার (২৫ জুন) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুরের বিসমিল্লাহর ঢালান নামক স্থালে এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত ভ্যানচালক সমশের আলী উপজেলার বানেশ্বর বাজারের আম বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার বেলপুকুর বিসমিল্লাহর ঢালান নামক স্থানে আসা মাত্রই বিপরীতমুখী একটি কাভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় কাভার ভ্যানটি ভ্যানচালক সমশের আলীর মাথায় চাপা দেয়। এতে ভ্যানচালক সমশের আলী ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ভ্যানচালক সমসের আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। এছাড়াও এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button