ক্যাম্পাস

ইবিতে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‍্যালি

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় ঘোষিত কর্মসূচির উদ্বোধন করেন।

এরপর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন প্রমুখ। এছাড়া র‌্যালিতে বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন।

র‍্যালিটি প্রশাসন ভবন চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এসে শেষ হয়।পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা’সহ বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button