বন্যায় মৃত্যু বেড়ে ৭৩

0
189

দেশের দশ জেলায় বন্যায় এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৭ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। শুক্রবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৭ মে থেকে ২৪ জুন পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে ৪ হাজার ৬১৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৩ জন। এরমধ্যে পানিতে ডুবে ৪৯ জন, বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে একজন এবং অন্যান্য কারণে ৮ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে সিলেট বিভাগে ৪৭ জন, ময়মনসিংহে ২২ জন এবং রংপুর বিভাগে ৪ জন। এরমেধ্য সুনামগঞ্চ জেলায় ২৬ জন, সিলেটে ১৬ জন, মৌলভীবাজারে ৩ জন, হবিগঞ্জে ২ জন, নেত্রকোনায় ৮ জন, ময়মনসিংহে ৫ জন, জামালপুরে ৬ জন, কুড়িগ্রাম ও শেরপুরে ৩ জন করে এবং লালমনিরহাটে একজন মারা গেছেন।