জাতীয়

আরও ২১ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ১৬ জন ঢাকার এবং পাঁচজন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৮৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৭৪ জন। মৃত্যু হয়েছে একজনের।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button