জবিতে আবারো স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ

0
205

রিসাত রহমান, জবি প্রতিনিধিঃ দেশে আবারও করোনার সংক্রমণের হার বাড়তে থাকায় আগেই সতর্ক অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিককালে বিভিন্ন বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের অসুস্থতার কথা জানা যায়। ঠান্ডা, জ্বর, গলাব্যথা নিয়েও অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে বসেছেন।

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তাদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। ২২ জুন, ২০২২ উপাচার্য মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয় এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা (কোভিড-১৯) সংক্রমণ পুনরায় বৃদ্ধির পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরিধানসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ এবং বিশেষভাবে সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।