গোপালপুরে কৃষি প্রণোদনার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

0
422

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩০০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

(২৩ জুন) বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস ও গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে সার ও ধানের বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার পারভেজ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট মনির, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান র,ফিকুল ইসলাম লাভলু, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।