ক্যাম্পাস

ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে নবীন বরণ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদের সভাপতিত্বে এবং কাজী ফারহানা এবং রিদোয়ানুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন।

এছাড়া অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফি, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ ফিরোজ হোসেনসহ বিভিন্ন বর্ষের কয়েক শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের প্যাড, চাবির রিং ও ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button