বুস্টার ডোজের আওতায় দুই কোটি ৮১ লাখ সাড়ে ৮৩ হাজার মানুষ

0
106

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন দুই কোটি ৮১ লাখ ৮৩ হাজার ৫৭৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশে প্রথম ডোজ পেয়েছেন ৮ হাজার ৭৬১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৩ হাজার ৯৭৯ জন। আর একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৯৪৬ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ৫০৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৮৫৫ জন। ২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর।