ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলার আাখানগর রেল স্টেশনের উত্তর পাশের রাস্তায়চ কাজী মুরগির ফার্ম এলাকায় ট্রেনের ধাক্কায় আরিফ হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার আাখানগর ইউনিয়নের ডিলার পাড়া গ্রামের আলম হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। মুরগির ফার্ম এলাকায় রেললাইন পার হচ্ছিলেন আরিফ হোসেন। এসময় হঠাৎ ঘটনাস্থলে একটি ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঠাকুরগাঁও সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আখানগর রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে । এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button