লকডাউন উঠলেও অচলাবস্থা কাটেনি পর্তুগালে

0
120

১ মাসের বেশি সময় লকডাউন না থাকলেও অচলাবস্থা কাটেনি পর্তুগালে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় হতাশা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রতিবেশী স্পেনের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনো অনিশ্চয়তা কাটেনি প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়দের মধ্যে।

মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের ৪ মাস পর স্বাস্থ্যবিধি মেনে চলাসহ নানা শর্ত দিয়ে জুনের শুরু থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে হাঁটে পর্তুগাল। তবে রাজধানী লিসবনে সংক্রমণের ঊর্ধ্বগতি বরাবরই বাধ সেধেছে সে প্রক্রিয়ায়।

সর্বোচ্চ তৎপরতার পরেও সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতে অস্বস্তিতে সরকার। সেইসঙ্গে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ পর্তুগালকে রেড জোনের আওতায় রাখায় পর্যটকদের আনাগোনা না বাড়ায় হতাশা বেড়েছে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়দের মধ্যে।

অন্যদিকে পরিস্থিতি অনেকটা অনূকূল থাকায় স্বাভাবিক জীবনে ফিরেছে স্পেন। তবে এখনো কাটেনি শঙ্কা।

পহেলা জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে সীমান্ত খুলে দেয়ায় স্থলপথে যাতায়াত বেড়েছে দু’দেশের নাগরিকসহ ইউরোপীয়দের।