জাতীয়

২০ দিন পর করোনায় একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ হিসেবে টানা ২০ দিন পর ভাইরাসটিতে মৃত্যুর খবর পেল দেশ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে।

এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৭৩ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.৮৭ শতাংশ।

সোমবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে রোববার (১৯ জুন) ৫৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। ওই দিন শনাক্তের হার ছিল ৭.৩৮ শতাংশ। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৮৯৯ জন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button