সিলেটসহ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে আজ!

0
309
ফাইল ছবি।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় আজও (রোববার) বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর।

রোববার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

এ অবস্থায় সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষন হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী ৭২ ঘণ্টা ( ৩ দিন) আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।