মহানবী (স)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
213

ভোলা প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী হযরত আয়েশা (রা) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বরখাস্ত জাতীয় মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) জুম্মা নামাজের পর উপজেলার কাচিয়া-পক্ষিয়া সড়কে এই কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বোরহানউদ্দিন উপজেলার আব্দুর গফুর হাওলাদার বাড়ি জামে মসজিদের শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

মানববন্ধনে বোরহানউদ্দিনের পক্ষিয়া আব্দুর গফুর হাওলাদার বাড়ি জামে মসজিদের খতিব ও বোরহানগঞ্জ ইসলামিক মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাওলাদার বাড়ি জামে মসজিদের সভাপতি লোকমান হাওলাদার সহ মানববন্ধনে অংশ গ্রহন কারী উপস্থিত মুসল্লিরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ভাবে এর নিন্দা জানানোর জন্য ।
বক্তারা আরো বলেন, ধর্মীয় অপবাদ ছড়িয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়।

তাদের এমন কর্মকাণ্ড গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রসায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা। এছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দুত্ববাদী গোষ্ঠিকে উসকে দিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।
বক্তারা আরও বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়াও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবি জানিয়েছেন তাঁরা।