আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের আত-তানফ এলাকায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীর ওপর বিমান হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সিরিয়ায় মোতায়েন রাশিয়ার সামরিক বাহিনীর ওপর রাস্তার পাশে পেতে রাখা বোমার মাধ্যমে মার্কিন সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হামলার পর এই হুঁশিয়ারি দেয় মস্কো।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, চলতি সপ্তাহের প্রথম দিকে রাশিয়া এই হুঁশিয়ারি দেয়ার পর আমেরিকা তাৎক্ষণিকভাবে সন্ত্রাসীদেরকে অবস্থান পরিবর্তন করার আহ্বান জানায়। এর মাধ্যমে মূলত আমেরিকা বোঝাতে চেয়েছে যে, এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে মার্কিন সেনাদের কোনো সম্পর্ক নেই।

মার্কিন এক কর্মকর্তা বলেন, রাশিয়া এই বার্তা দিয়ে তাদের লক্ষ্য অর্জন করেছে যে, তারা পাল্টা হামলার ভয় ছাড়াই এ ধরনের হামলা চালাতে পারে।

ইরাক ও জর্দান সীমান্তের কাছে কৌশলগত আত-তানফ এলাকায় রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে সম্প্রতি মার্কিন সমর্থিত মাগাভির আস-সাওরা সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায়। হামলায় হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি তবে বস্তুগত ক্ষয়ক্ষতির কথা জানা গেছে। মাগাভির আস-সাওরা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পক্ষে কাজ করছে।

সম্প্রতি রাশিয়ার আরটি টেলিভিশনের আরবি বিভাগ জানিয়েছে, ককেশাস ও মধ্য এশিয়া থেকে প্রায় ৫০০ সন্ত্রাসী আত-তানফের মার্কিন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে। সিরিয়ায় মোতায়েন রুশ সেনা ও পূর্ব ইউরোপের দেশে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর জন্য ওই প্রশিক্ষণ নিচ্ছে এসব সন্ত্রাসী।#

পার্সটুডে

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button