শ্রীনগরে নৌকা তৈরীর কাজে ব্যস্ত কাঠ মিস্ত্রিরা

0
243

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে বর্ষাকে সামনে রেখে নৌকা তৈরীর কাজে ব্যস্ত সময় পাড় করছেন কাঠ মিস্ত্রিরা। শ্রমজীবি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেডিমেট বিভিন্ন ধরনের আকার ও সাইজের কোষা নৌকা তৈরী করছেন তারা।

স্থানীয় হাটবাজারে বিক্রি হচ্ছে এসব কোষা নৌকা। এক সময় ভরাবর্ষা মৌসুমে মুন্সীগঞ্জ তথা ঐতিহ্যবাহী বিক্রমপুরবাসীর শতভাগ মানুষের যাতায়াতে অন্যতম মাধ্যম হিসেবে নৌকার ব্যবহার হত। কালের বিবর্তণে নতুন সব রাস্তাঘাট নির্মাণের কারণে অনেকাংশেই নৌকার ব্যবহার দিনদিন কমে আসছে। এর পরেও এখানকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বার্ষায় মানুষের কৃষি, গৃহস্থালী, বিভিন্ন কাজেকর্মে ও মালামাল বাহনে নৌকার গুরুত্ব রয়েছে। বর্ষার পানি বাড়ার সাথে সাথে এরই মধ্যে স্থানীয় হাটবাজারে নৌকা বিকিকিনির হিড়িক পড়েছে। কাঠ মিস্ত্রিরাও রেডিমেট নৌকা বিক্রির পাশাপাশি মানুষের পছন্দ অনুযায়ী নৌকা তৈরীর অর্ডার নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বর্ষাকে সামনে রেখে শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে প্রতি বছরের ন্যায় এবারও কাঠ মিস্ত্রিরা কোষা নৌকা বানাচ্ছেন। এ শিল্পে কাঠ মিস্ত্রির অধীনে স্থানীয় শ্রমিকরাও নৌকা তৈরীর কাজে শ্রম বিক্রি করতে পারছেন।
নৌকার কাজে উড়ি আম, মেহগনি, চামবল, কড়ইসহ বিভিন্ন প্রজাতির কাঠ ব্যবহার করা হচ্ছে।

লক্ষ্য করা যায়, শ্রীনগর-দোহার সড়কের তিনদোকান, ষোলঘর, বাঘড়া, কোলাপাড়া, কুকুটিয়া, বাড়ৈখালীর বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে নৌকা শিল্প গড়ে উঠেছে। রোকন, হৃদয় মন্ডল, সজিবসহ বেশ কয়েকজন শ্রমিক জানান, দৈনিক ৮শ’ টাকা
রোজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা তৈরীর কাজ করছেন। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত কাজ করবেন তারা।

কোলাপাড়া এলাকার ফুলকুচি গ্রামের ননী বাছারের পুত্র কাঠ মিস্ত্রি বাঁধন বাছার (২৮) বলেন, বছরের জ্যৈষ্ঠ মাস থেকেই নৌকার বানানো শুরু করি।

এ পর্যন্ত বিভিন্ন সাইজের ৫০টির মত কোষা নৌকা বিক্রি করেছি। বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির কারণে ৭-২৫ হাজার টাকা পর্যন্ত দামের নৌকা তৈরী করছেন তিনি। ৫ বছর ধরে বর্ষার মৌসুম এলেই নৌকার তৈরীর কাজ শুরু করেন। ৬ শ্রমিক নিয়ে পুরো সিজনে সাড়ে ৩শ’ ছোট-বড় কোষা নৌকা তৈরীর চিন্তা করছেন। আগামী ভাদ্র মাস পর্যন্ত ৪ লাখ টাকা আয়ের লক্ষমাত্রা নিয়ে কাজ করছি। এছাড়া নৌকার সিজন শেষে রেডিমেট টিনের ঘর নির্মাণ কাজ শুরু করবেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, তৈরীকৃত এসব নৌকার বেশীর ভাগই বিক্রি করা হচ্ছে শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগ নৌকার হাটে। পার্শ্ববর্তী লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা হাটেও রেডিমেট নৌকা বিকিকিনির বড় বাজার রয়েছে।