ঈশ্বরগঞ্জে জনশুমারি ও গৃহগণনার কাজ শুরু

0
245

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ  উন্নত বাংলাদেশ গড়তে জনশুমারি ও গৃহগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমে গণনাকারীদের সহযোগিতা করে দেশের পরিকল্পিত উন্নয়নে অংশ নিতে বললেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন। ১৫ জুন (বুধবার) সকাল ১০ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলায় মাঠপর্যায়ে জনশুমারি উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এ-সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জনশুমারি সমন্বয়কারী( ২) আয়শা আক্তার মিলি, উপজেলা জনশুমারি সমন্বয়কারী মোঃ সারোয়ার আলম,জোনাল অফিসার মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন এরিয়ার গণনাকারী ও সুপারভাইজারগণ।

উল্লেখ্য যে, ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ প্রতিপাদ্যে সারাদেশে শুরু হয়েছে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২।

পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ১০ বছর পর আজ ১৫ জুন বুধবার থেকে জনশুমারি শুরু হয়েছে। শুমারি পরিচালিত হবে ২১ জুন পর্যন্ত। ডিজিটাল শুমারিতে প্রশ্নপত্রের মাধ্যমে ৩৫ ধরনের তথ্যসহ আরও ১০টি সহায়ক তথ্য নেওয়া হবে। এতে করে একজন নাগরিকের মোট ৪৫ ধরনের তথ্য নেওয়া হবে।