আজ ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন

0
343

রনজিত কুমার পাল(বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: আজ বুধবার (১৫ই জুন-২০২২) নির্বাচন কমিশন ঘোষিত নবম ধাপের নির্বাচনের অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।

সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে দলীয় নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সুতিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা, ইসলামি আন্দোলনের দলীয় মনোনীত প্রার্থী মোঃ নুরুজ্জামান হাতপাখা প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এরা হলেন- ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল করিম পেয়েছেন ঘোড়া প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তানভীর হাসান তুহিন পেয়েছেন অটো-রিক্সা,স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সুতিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা পেয়েছেন চশমা প্রতীক, মোঃ সোহেল হায়দার চৌধুরী কবির পেয়েছেন মোটর সাইকেল, মোঃ আলীমুর রহমান লিটন পেয়েছেন আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ’নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১৩ জন প্রার্থী সহ সর্বমোট ৬৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে জানা যায়।

সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৫২টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ’নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪৬৯৩ ভোট।এরমধ্যে পুরুষ ভোটার ১২৩৫৮ জন এবং মহিলা ভোটার ১২৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

রিটানিং অফিসার আয়েশা আক্তার বলেন এ”নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশ, আনছার,বিজিবি সহ প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে