ঘোড়াঘাটে কৃষাণ-কৃষাণী নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত

0
234

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষাণ-কৃষাণীদের নিয়ে দিন ব্যাপী কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪জুন)সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকারের সভাপতিত্বে রোভিং সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মোঃ খালেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যন রুশিনা সরেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ বিপ্লব কুমার দে প্রমুখ। সেমিনারটি স ালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন। সেমিনারে উপজেলার ৫০ জন কৃষাণ-কৃষাণী অংশ নেয়।

ক্যাপশনঃ ঘোড়াঘাটে কৃষাণ-কৃষাণী নিয়ে রোভিং সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মোঃ খালেদুর রহমান।