ধামরাই সরকারি কলেজ ইউনিটের বিসিএস শিক্ষা সমিতির কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত

0
379

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: গফরগাঁও সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্চনা ও কটুক্তির প্রতিবাদে ঢাকা জেলার ধামরাইয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, ধামরাই সরকারি কলেজ ইউনিটের আয়োজনে একঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১২ ই জুন -২০২২) সকালে ধামরাই সরকারি কলেজ এর প্রধান ফটকের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের একঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উল্লেখ্য– গত ৬ই জুন গফরগাঁও সরকারি কলেজ ময়মনসিংহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্চনা ও কটুক্তি করা হয়েছিল।

এরই প্রতিবাদে – ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ধামরাই সরকারি কলেজের প্রধান ফটকের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্দেশনায় ধামরাই সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে একঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এ’সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন দোষী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি রাখেন।

ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ কাজিম খান সহ বিসিএস মাধারণ শিক্ষা ক্যাডারের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।