দিনাজপুর

হিলিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি: গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাকিমপুর উপজেলা ও পৌর শাখা উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেন।

আজ সোমবার বেলা ১১ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পির সভাপতিত্বে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রবোর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপি”র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারন সম্পাদক নাজমুল হক, য্গ্ন সাধারন সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আজিম মল্লিক টিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিক সাহাদৎ হোসেন সোহাগসহ অনেকে নেতাকর্মীরা ছিলেন।

নেতাকর্মীরা বলেন দেশে দিনদিন গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বেড়ে চলেছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তাই দ্রুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে আনার দাবি জানান, এছারাও পরে খালেদা জিয়ার গুরুতর অসুস্থ হওয়ায় তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button