এ এক অন্যরকম অনুভূতি: হাসিবুর রহমান মানিক


মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার: পদ্মা সেতুর উদ্বোধন কে সামনে রেখে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা,দোয়া ও মোনাজাত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ডিএনসিসি ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক
সোমবার ( ১৩ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ডিএনসিসি কাউন্সিলর ও ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসিবুর রহমান মানিক ।
এতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী, মোঃ মিজানুর রহমান সাগর, সাইফুল ইসলাম সুজন, হাবিবুর রহমান শাহীন, দেলোয়ার হোসেন, শরীফুল আলম অভি, জিয়াউল হক জনি, আশিকুর রহমান আশিক, তানভির হোসেন কালু, ও মোঃ ফাহাদ হোসেন গাজী প্রমুখ।
এ সময় তিনি উক্ত প্রতিবেদককে জানান, সে এক অন্যরকম অনুভূতি। ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হচ্ছে ইউরোপের কোন একটি দেশ রযেছি। প্রথমবারের মতো স্বপ্নের পদ্মা সেতু ফেরিতে করে ঘুরে দেখেন। বলেন এটি বাংলাদেশের মানুষের আবেগ তাড়িত সেতু। কারণ পদ্মা সেতু নির্মাণের সাথে বাঙালি জাতির মান মর্যাদা, আত্মসম্মানবোধ জড়িত । বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙ্গালীর মাথা নিচু হতে দেননি বিশ্ব দরবারে । অনেক ষড়যন্ত্র বাধা-বিপত্তি, অপবাদ অপমানের মুখেও বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণের দুঃসাহস দেখিয়েছেন।
একইভাবে সকলের দাবিকে অগ্রাহ্য করে নিজের নামে নামকরণ না করে পদ্মা ব্রিজের নামকরণ পদ্মা সেতু রেখেছেন। আগামী শত বছরে জন্ম নেয়া বাংলাদেশের অনাগত সকল নাগরিকের কাছে পদ্মা সেতু নির্মাণের সাহসিকতা শক্তি ও যোগাবে। যতদিন প্রমত্তা পদ্মার জল প্রবাহিত হবে ততদিন বাঙালির কাছে, বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বেঁচে থাকবেন।
এর আগে তিনি শেখ রাকিবের নির্বাচনী প্রচারণা ঘুরে দেখেন এবং ওই অঞ্চলের মানুষ তাকে সমর্থন জানিয়েছে বলেও জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার এলাকার জীবনমান উন্নয়নে সর্বস্তরের মানুষের আশা পূরণ বদ্ধপরিকর ।