কালীগঞ্জে গবাদি পশুর উৎপাদন খরচ কমাতে ৮টি বিচালি কাটা মেশিন ও ৪ টি ইঞ্জিন চালিত ভ্যান প্রদান করলেন-এম পি আনার

0
129

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহে কালীগঞ্জে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প ( এন এ টি পি -2) প্রকল্পের অর্থায়নে AIF-2 এর আওতায় ঈশ্বরবা গাভী পালন সিআইজি সমবায় সমিতি লিঃ ও বলরামপুর গাভী পালন সিআইজি সমবায় সমিতি লিঃ কে ৮ টি বিচালি কাটা মেশিন ও ৪ টি ইঞ্জিন চালিত ভ্যান প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে প্রানীসম্পদ অফিসে আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে ভিটামিন ও কৃমির ঔষধ বিতরন অনুষ্ঠানে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার, এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আনন্দ কুমার অধিকারী, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, livestock extension officer তাপসী লীনা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ এ এস এম আতিকুজ্জামান উপজেলা প্রাণিসম্পদ অফিসার।