ভারতে মহানবিকে কটূক্তির প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

0
427

মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ জুন) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে বের হয়ে ছাত্রদের হলরোডে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যালিফোর্নিয়া রোড হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জয়বাংলা চত্ত্বরে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এ সময় শিক্ষার্থীরা ঘটনাটির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাজন শিকদার বলেন, মুসলমানরা বেঁচে থাকতে আল্লাহর রাসুলকে নিয়ে কটূক্তি করা হবে আর মুসলমানরা বেঁচে থাকবে, এই বেঁচে থাকার স্বার্থকতা নেই। তাই নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আমরা দেখেছি বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুহাম্মদ (সা.)-কে কটুক্তি ও অবমাননা করা হয়। এসব কটূক্তিকারিরা কিন্তু আল্লাহর রাসুলের আদর্শকে গ্রহণ করে না। তাই মুসলমানদেরকেই নবিজির আদর্শ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা সুন্নত খুঁজে খুঁজে পালন করতে হবে।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল আমিন হোসেন বলেন,সারা পৃথিবী জুড়ে বারবার মুসলিমদের ওপর, নবির ওপর আক্রমণ করা হয়। আমরা বলে দিতে চাই, বিশ্বের যেকোনো জায়গায় যদি মুসলমানকে আঘাত করা হয়, নবিকে অপমান করা হয় আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবি হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে ভারতকে বয়কট করেন।