যশোর

শার্শায় গলায় উড়না পেচিয়ে যুবকের আত্মহত্যা

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় সাজু হোসেন (৩০) নামে এক যুবক গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে উপজেলার নাভারণ দ: বুরুজ বাগান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজু হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতের কোন এক সময় বাড়ির পাশেই বাঁশ বাগানে বাঁশের সাথে উড়না পেচিয়ে সে আত্মহত্যা করেছে।

তাত্ক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কোন কারন বলতে পারিনি নিহত সাজুর পরিবার।

স্থানীয় ইউপি সদস্য শাহিন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কি কারনে সে আত্মহত্যা করেছে এখনি বলতে পারছিনা।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, দক্ষিণ বুরুজবাগান গ্রামের নিজ বাড়ির পাশে বাঁশ বাগানে বাশের সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে বিষয়টি শুনেছি সেখানে পুলিশ পাঠানো হয়েছে ।পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button