মোংলায় বন্যপ্রাণী অপরাধ দমন ও বণ্যপ্রাণী হ্যান্ডেলিং বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

0
366

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলায় বন্যপ্রাণী অপরাধ দমন ও বণ্যপ্রাণী হ্যান্ডেলিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয় । বৃহস্পতিবার (৯ জুন) সকালে মোংলার ওয়াইল্ডটিম কনসারভেশন বায়োলজি সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে সুন্দরবন সংলগ্ন মোংলা, রামপাল,শরণখোলা,মোরেলগঞ্জ ও দাকোপ এ পাঁচ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের মোট ত্রিশজন স্বেচ্ছাসেবকদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।বন্যপ্রানী পরিদর্শক ও বন্যপ্রানী অপরাধ দমন ইউনিটের আবদুল্লাহ আস সাদিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব সুন্দরবন বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা এর আয়োজনে ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিল্ড ফেসিলেটটোর ওউয়াইল্ড টিমের মোঃসাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।