ফুলবাড়ী পৌর শহরে ফুল ফল ও ঔষুধি বৃক্ষ রোপনের উদ্বোধন

0
434

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী পৌর শহরে ফুল ফল ও ঔষুধি বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী পৌরসভার প্রধান ফটকের সামনে ফুলফল ও ঔষুধি বৃক্ষ রোপনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকতা মোঃ জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত, মোঃ আব্দুল জব্বার মাসুদ, মোঃ হাসানুর রহমান, মোঃ আব্দুল মজিদ, মোঃ মাজেদুর রহমান, মোঃ মমতাজুর রহমান, মোঃ আতাউর রহমান, সৈয়দ সামিউল ইসলাম সোহেল, মহিলা কাউন্সিলর মোছা বাবলী আরা। এসময় ফুলবাড়ী পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।