আন্তর্জাতিক

রুশ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকড

রাশিয়ার নির্মাণ, গৃহায়ণ ও ইউটিলিটিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে। ওয়েবসাইটটি হ্যাক করার পর সেটিতে ইউক্রেনীয় ভাষায় গ্লোরি টু ইউক্রেন সাইটটি ইন্টারনেটে সার্চ করার জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘রিয়া’ রোববার গভীর রাতে মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির বরাত দিয়ে জানিয়েছে, সাইটটি ডাউন হয়ে গিয়েছিল। তবে ব্যবহারকারীদের ব্যক্তিগত সব ডেটা সুরক্ষিত রয়েছে। রিয়া জানিয়েছে, অন্যান্য গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে যে, হ্যাকাররা ব্যবহারকারীদের ডেটা জনসম্মুখে প্রকাশ করার হুমকি দিয়ে মুক্তিপণ দাবি করছে।

তবে রয়টার্স জানিয়েছে, রিয়া অন্যান্য গণমাধ্যম বলতে কোনো মিডিয়া আউটলেটগুলোর প্রতি ইঙ্গিত দিয়েছে তা রয়টার্সের পক্ষে স্বাধীনভাবে জানা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button